=====স্বপ্ন যুগোল বাসনা

ইদানীং তিতা স্বপ্নগুলো
রাত যাপনে হানা দেয়,
সুখ স্বপ্নগুলো যে কই পালালো!
আবার রাত ঘন আঁধারে
ভুতুড়ে স্বপ্ন হানা দেয় মেছোভুত, গেছোভুত
পিছনের গল্পগুজব জাগায়।

এ এক তন্দ্রা যুগোল অপচ্ছায়া রাতের ক্ষণ
এই রাত দির্ঘায়ীত, পঞ্চ সুরের আকার
অপশরি নামে রাতের গভীরে
রাত গভীর হতে গভীর তর হয়
যেন ভুতুড়ে স্বপ্নবাজদের রাজ্যে প্রাণ ফিরে।

ভুতুড়ে তাণ্ডব! মৌনতার ক্ষণে বিষন্নতা ভাসে
তন্দ্রার গা,জুরে অবশুন্যতা,
অবশুন্যতার ঘোর! রাত যাপনে সদা তটস্থ
আঁধার রাত নিত্য ফেরি করে
তন্দ্রা যুগোল বাসনার।

আজ ১ জ্যৈষ্ঠ ১৪৩১