_______তোমার জন্য স্বপ্ন যত যায় ভেসে
তোমার জন্য স্বপ্ন যত যায় ভেসে জলের ঢেউয়ে, বায়ু সনে মেঘের মতো দেশ হতে দেশান্তরে, অবিরত কাব্যলিলীয় অচিন পথে অচিন মায়ায় নঙ্গরগারে; দেশ হতে ঐ দেশান্তরে। বালুকা বেলায় স্বপ্ন ঘোর আবেশ, স্বপ্ন বিলাপ তব বিরহী উদাস আকাশ।
জোয়ারে প্রেম এলো নদীর বুক জুড়ে,
এবার তার স্বপ্ন উজাল করা অভিসার।
জুটে এলো জোছনা বিভাস
নক্ষত্র আলো ঝলমল; প্রেম সুধা এবার হরি লুট নদীর বকে-
রাতভর সীৎকার আহল্লাদ বিলাপ সুধারোমন্থণ;
পুবকাশে ফর্সা মোহলীলা
জোছনা বিষম হারা;
জোনাক জোনাকি চুপি চুপি ঝোপঝাড়ে
যাতনায় বিমর্ষ দোহনে পুড়ে।
তোমার জন্য স্বপ্ন যত যায় ভেসে
নদীর ভাটায় জলের ঢেউয়ে; নদী আর তুমি, বড়ই মায়াময়
প্রেম তব আসমান জমিন নক্ষত্র বিলাপ।
আজ ২৩ ভাদ্র ১৪৩০