_____স্বপ্ন ভাঙ্গার গান

কিছু, স্বপ্ন ভাঙ্গার গান
ইতিহাসের আকরে বেচে থাকে, জীবন ভর;
ঐ যে সনাতন নৈঃশব্দ্যে
বেজেই চলে আপন মনে।

হাজার বছর ধরে
হাজার দুয়ার খোলা; জলভরা মেঘের মতো
শ্রাবণ বরিষণে সিক্ত করে
বিনির্মাণে আলোয়।
ক্ষয়িঞ্চুকালে দগদগে ক্ষত
আধার বিষে পোড়া মর্মদ্রোহ রাত
শ্রাবণ বিরহে কেঁদে ফিরে; হাজার দুয়ার খোলা
হাওয়া বয়ে যায় হাজার বছর ধরে।

কতক নৈঃশব্দ্যের গান
স্বপ্ন দোহনে পুড়ে লখিন্দরের বিরহ গীত
আনমনা ঐ শ্রাবণ আঁচলে
বিদিশায় চুইয়ে চুইয়ে পড়ে
বৃষ্টির মোহমায়া।

১৪২৮/শ্রাবণ/বর্ষাকাল।