-----দিকভ্রান্ত ছুটাছুটি
ক্ষয়িষ্ণু কাল;দিকভ্রান্ত ছুটাছুটি
তৃঞ্চা ক্ষুধা লয়ে সাথে!
মন, আত্মা, শরীর; একই মর্মাহত অস্বস্থির পিণ্ড
কবিতার গহন লাগা প্রাতে
অননন্ত দহন নিত্য।
সময় যায় ক্ষয়ে পথের মর্ম ধুলো উড়ে উড়ে
যুগের চিহ্ন পড়ে রয় নিশ্চুপ পথের গায়
অবান্চিত পথিক আজ;
সমুদ্র গর্জনে লুটে পড়ে ধুলায়
কোথায় এর শেষ, শেষ নাই নাই বলে
আক্ষেপ আঁকে মনে, মন বিরহে কাঁদে।
পথিকের মলিন দেহ মমো
ক্ষয়েছে খানিক; শুকিয়েছে যৌবন অন্তত দ্রোহে
আর ফিরাইবার সময় যে ক্ষীণ
মর্ম দহনে পুড়ে।
পথে পথে সময় লুকায় আর ফিরে না
যতই পিছন ফিরে চাও;
স্মৃতির আকর অনন্ত প্রাণে ধায়
না পারে ছুঁতে, না পারে ধরে রাখতে
অনন্ত লয় নক্ষত্র পুঞ্জে ধায়,,,
১৪২৬/ বৈশাখ/গ্রীষ্মকাল।