____জলের গায়ে হাওয়ার স্পর্ধা আঁকা
জলের গায়ে
হাওয়ার স্পর্ধা আঁকা
নিত্য নয়, তবুও; যেন কালে কালে কালের প্রত্যয়
আঁকিয়ে তো ক্লান্ত হয় না কখনোই।
এই যে তোমায় স্পর্শ সুখে ভেজাই প্রত্যহ
কই তুমি তো বলনা কিছুই?
চোখ মুদে অনুভবের স্নানে আপ্লুত হও ঠিকই।
আর যখন দ্রোহের প্রতাপ রুদ্র রসে ধ্বংস হয়
তখন সে কি আকুতি?
মৃত্যু সমীপে আহাজারি;
ক্রোধে আহাজারি সীমাহীন অপপ্রলাপ
এর বেশী করার থাকে না কিছুই।
অন্তর আলাপে থিতি হয়ে, স্বকীয় ধুলিকোণাসম
মাধুরী রসে সর্ম্পনে হাওয়ার শরীরে মিশে
আবহনে মুক্তির মিছিলে; ছুঁয়ে গেল হাওয়া
জলের খেলায় খেলেরে!
সাক্ষী সে তো গুল্ম ঘাস ঝরা লতাপাত;
আঁকবে না কি আবার?
জলের ঠোঁটে অশরীরী চুম্বন।
আজ ১০ ফাল্গুন ১৪২৯