--------নকশী আঁকে নীলের গায়ে

শরীর মনের যন্ত্রণা ভারি ক্ষণে ক্ষণে
মন শরীরের চঞ্চলতায় আড়ি যে ধরে
রংধনুর রং ছড়িয়ে ঐ মেঘের ডগায়
এমনি করে নিত্য জাগে যৌবন বেলা।
<>
উড়ু উড়ু মন!
কথা কয়, মেঘের ডানায় ভেসে
চঞ্চল শরীর!
বেহাগ রাগে, নকশী আঁকে নীলের গায়ে।

শরীর যাতনা পায়নি মোটে টের
মন যাতনা সুমঝে চলে বেশ!
কত কথার রং লাগা সব ঢং এ
শরীর মনে যাতনা যায় মুছে।
<>
শরীর রাঙা!
মনের রঙ এ, অভিমান জমে বেশ
তাই তো সদা!
প্রেম সুধা রসে, শরীর মনে ফাঙ্গাস গাঁথে।

শ্রাবণ/ বর্ষাকাল