---বিস্বাদ আঁকে সর্বনাশে
আমি তুমির পর্যায় এখন বিবর্ণ অতীত
তবু কেন বর্তমানে?
ভাবনার কল কাঠি;
সে কি তবে তুমি আমি ছিলাম দুইয়ে দুই
তাই বুঝি এখন মুহূর্তেরা!
সর্বনাশের দিঠি;
যাই বলো না, ভুলেই থাকা যদি
দুইয়ে দুইয়ে, যুগ পেরুল কত দিবানিশি?
আধেক যখন তুমি ছিলে, অন্য আধেক
তোমারই প্রাণ; নাইতে জলে জলছবি ভাসে
তুমি আমির সেই প্রক্ষালন!
তুমি আমির ভারসাম্য কই? শুধুই নদের নন্দ প্রেম আকাঙ্ক্ষা
বাজিয়ে বাঁশি জগৎ পুঁজিল; প্রেম কি তবে সেই চরা চরে যাচে?
আমি তুমির পরম্পরা বিস্ময় কালে কালে!
প্রেম না কি চুইয়ে চুইয়ে? বিস্বাদ আঁকে সর্বনাশে।
১৪২৫/ভাদ্র/ শরৎ কাল।