_____ছবি আঁকে জলের দর্পণ
পানি নেমেছে খানিক
বর্ষার পলি জলের দাগ গায়ে আঁকে
সে কি উত্থান?
খালের জল ডুবা পাড় ঘিসে থই থই জল
দীঘল স্রোতে ভেসে যায়; হেলেঙ্চা, লজ্জাবতী, কলাবতী
আরও কতক লকলকে আগাছা সবুজ জলের দর্পণে দোলে।
সেই দর্পণে মাছ ধেয়ানে মাছ রাঙা
টুপ করে জলে ঝাপ; ছোট্ট মাছ ঠোটে
ক্ষুধার জন্য সর্বনাশ, ছবি আঁকে জলের দর্পণ।
মৃত্যু দহনে পোড়া সিক্ত জলের মাছ
ক্ষুধার কার্নিশে মিশে যায় রক্তে, রন্ধ্রে রন্ধ্রে
কত শত নিত্য ছবি আঁকে জলের দর্পণ?
আকাশের নীল ছুঁয়ে
মেঘের ঘন ঘোর গর্জন; বিদ্যুৎ মৈথুন
জলে ভরা শ্রাবণ মেঘ
আলো ছায়ায় ভেসে যায় হাওয়ায় হাওয়ায়
বৃষ্টি, ঝর ঝর বৃষ্টির খতিয়ান ধরে রাখে
রং ধনু আঁকে।
১৪২৯/ শ্রাবণ/ বর্ষাকাল।