_______আজ আমার যেতে বাড়ন
আজ আমার যেতে বাড়ন
আশ্বিনের সুমন্দ ঘ্রাণ নীরবতা আকুল করে
বিষন্নতায় যে মেঘ এখনো অভিমানে ঐ দিগন্তের পাড়ে
ভেঙ্গে চূড়ে তোড়পায়।
ঐ শূন্যতার মতো
ঐ বাতাসের শরীর শরীরে মাদকতা যতটুকু নিঃশেষ হবার বাঁকি ছিল
তাও আজ লীন।
কবিতার আটপৌরে শরীর জুড়ে তুমি ছিলে ঐ পথের বাঁকে
অপেক্ষার মাদল বাজে সাঁঝে
দিন ফুরিয়ে যাবার বেলা।
আজ আমার যেতে মানা ঐ পথের বাঁকে
যদি দেখা পাও আমার; কাকতালিও
কালের চাতুরতায় তুমি ফিরে ছিলে ঐ পথে
আজ আমার যেতে বাড়ন।
আশ্বিনে নির্ঘুম বাসনা তোমার
নিত্য পোড়ায় অভিমানে আমার সিঁথান জুড়ে
তথৈবচ;
উঠান জুড়ে শূন্যতার হোলিখেলা
আজ আমার যেতে বাড়ন।
১৪২৮/আশ্বিন/শরত কাল।