এমনি করে দেখা না দেখা
সেই তো একই কথা কাটাকুটি
কপি পেষ্ট মুছে ফেলা আরও কত কি?
তবু কেন ঐখান টায়?
আজীবনের মতো লেপটে আছে
চেতনায় কেন বার বার ফিরে? অচেতনও দানা গুনে গুনে
শূন্য মাস্তুলে নীলের পসরা খুঁজে।
চাইতে, চাইতে তারে
কত কালের অবনী ফুরাবে? ফুরাবে সব আলোর মিছিল
কুহুক ডাকা বন বনানী পাড়ে
নিঃস্বার দিগন্তে ঐ কত অজানারে?
ফিরাবে বলে অশান্ত গান শোনায় বারে বারে
মেঘ জলের পারাবারে;
তৃঞ্চা ধিয়ানে কালে কালে।
এমনি করে দেখা না দেখা! এর ভার
বইতে বইতে জীবন বাঁচে জীবন রচে; রঙ্গরসের রসানলে
পতিত পবন ডাক দিয়ে যায়;
বুঝে না হেন কোন কালে?
আর্শিতে ঐ শূন্য নীল নেমে এলো
খুঁজিতে তারে,,,,,
১৪২৫/জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।