---বিরহ কথক
দেখতে যদি পিছন ফিরে
বিবর্ণ কত ধুলা উড়ে এদিকে ওদিকে?
আকাশ গায়ে মেঘের পাড়ে বালিয়াড়ি মিশে;
উড়ে সে তো বিরহ কথক
বলতে চায় পুরনো কথা আধেক ছিল যা বাঁকি
ফুরছুৎ কই দেখবার যথাতথা?
ঝরা পাতায় মালবিকা কাহন মন্ত্র জপে পিছু টান
দেখতে যদি পিছন ফিরে!
ফিরে দ্যাখা পথ সে তো দূর বহু দূর বিস্মৃত!
দুচোখে ভরে দেখতে চেয়েও মরীচিকা মতো আঁধার নেমে আসে
ঠাই দাঁড়িয়ে কোজাগরি নক্ষত্র বিলাস;
যেটুকু আজও গেঁথে আছে সন্তাপে ধুঁকে ধুঁকে
মননে নন্দন রূপে বুকে গেঁথে রয়
জলজ শেওলার মতো ঢেউয়ে উথাল পাথাল।
১৪২৫/ ভাদ্র/ শরৎকাল।