অস্বস্তির বেড়াজাল
কোন কিছুতেই স্বস্তি নেই
বিরামহীন অস্বস্তির বেড়াজালে; যাপতি কাল
খসে পড়ে নন্দন বিভুতি
নন্দ কোমলে ফুরায়াছে সুবাস!
বিভ্রুম যাতনার গুহা হতে নিত্য ভেসে আসে
অনামি চিৎকার; সমূলে বিথীকায় ধরেছে ঘুন।
নিত্য আঁধারে ঢাকে! যত কোলাহল অনামি অস্বস্তি
বিকার গ্রস্থ লোলুপ পুঁজির ডেরা রঙে রাঙা
মোহিত কোমল আক্রান্ত সোদা সম্ভ্রম লুটেরা।
লুট হতে হতে দিগন্ত পাড়ের মরিচীকার মতো
সভ্যতার সম্ভ্রম উঠেছে গড়ে; নিত্য মহৎ এর ঝালড় উড়ে
নিশান উড়ে গর্ভভরে কুৎচিত ইতিহাস যায় ঢেকে
যুগে যুগে কালে কালে এমনি বিভৎস দোষণ
কি করে স্বস্তি ফিরে,,,,,,?
১৪২৫/শ্রাবণ/বর্ষাকাল।