----গ্লানি সিক্ত জীবন


যাপিত কালে, জীবন
কারো কারো ঝলমোলানো
কারো কারো ক্ষয়িষ্ণু
কারো কারো দগ্ধ ক্ষতে যাতনা ময়!
ক্ষণ কালের এই যে জীবন
ব্যত্যয় খুঁজে ফিরে, সনাতন পথে এখন
বড়ই প্রতাপ দন্ড মুন্ডে শাখা প্রশাখায় বিস্তার
না না খণ্ডে দ্বিখণ্ডিত পথ
সীমানা হারায়ে বিমুখ পথে সুবোধ পথিক
অন্ত জ্বালা বিমর্ষ দহনে পুড়ে।

সুবোধ পথিক নন্দন গুহাদ্বার খুঁজে মরে
আলোকলতার জীবন বড়ই চমকপ্রদ, পরের স্বাদ
হরণ করে জীবনে জ্বালে রংমশাল!
স্বাদ ফুড়ালেই নিজের শরীর যায় শুকিয়ে;
আধো বলে, চেয়ে চেয়ে দ্যাখে শুধু নিজের সর্বনাশ
অতঃপর আলোক লতা আলো হারা
গ্লানি সিক্ত জীবন; ক্ষয়ে যায় সব পথিক মননে
বড়ই বিদ্রূপ আঁকে হতাশা! ঝরা সজনে পাতায়
পৌষের হিম হিম মৃদু হাওয়া
নিঃসঙ্গতায় যাপিত কালে ফিরে
বিমর্ষ পথে আঁকে আঁজলা ভরা ধুলা
ঝরে পড়ে; কথিত অশ্রাব্য নিগৃহ

১৪২৫/ পৌষ/ শীতকাল।