--তারে পাইনি গো, তারে পাইনি
তারে পাইনি গো, তারে পাইনি
তারে চাইনি গো, তারে চাইনি
চাওয়া পাওয়ার দোলা চলে
ঘুরেছি গো ঘুরেছি, এ পথ সে পথে
গোলাক ধাঁধার, নানা অচেনা পথে
তারে পাইনি গো, তারে পাইনি।
চাঁদ চুমে এসেছিল সে, শ্রাবণ বাদলে
সিক্ত মৃত্তিকা সোদা গন্ধে, কাদা এঁদো জলে
জারুলের জলজ ঘ্রাণে, প্রণয় লোহরী বুনে
তারে চাইনি গো, তারে চাইনি।
বুনোট শ্রাবণ জলে, এ কি বিরহ?
ঝর ঝর বরিষনে, পতিত বিনাশে যাতনা ঢাকে
স্বপ্নসুতায় গাঁথা কতক পাওয়া? এখন তা পথ হারা
তারে পাইনি গো, তারে পাইনি।
১৪২৫/শ্রাবণ/ বর্ষাকাল।