_____বৃত্তের গভীরতা
বৃত্তের মাঝে সময় ক্ষয়ে যায় নিত্য
আধো বল, আধো হামাগুড়িতে বেড়ে উঠা প্রত্যহ
শৈশব, কৈশোর পেরিয়ে যৌবন
আধখোলা খিড়কি দিয়ে সময় বেড়িয়ে পড়ে
বাতাস শুদ্ধ স্নানে!
ধুয়ে মুছে রৌদ্র তাপে ফুরিয়ে যায়
হাওয়া বাতাস খেলা খেলে নীল আকাশ পানে
সে তো বৃত্তের মাঝেই; অহরহ মেঘমল্লার খেলার ছলে
দিগন্ত পাড়ে বৃত্ত সীমা খেলা।
মুখ ফিরাইলে কোজাগরী চাঁদ, বৃত্তের সুরে বাঁধে ঘর
আঁচল উড়াইয়া দিন রাত্রি প্রহর গুনে গুনে
অমোঘ মহিমায় অভিমানে ফিরে;
সময় ক্ষয়ে হারিয়ে যায় কালে, তল খুঁজে কে বা কে?
তার কি সেই অবসর আছে?
অতল তলে গোপন গহিনে আস্বাদনে,,
১৪২৭/ কার্তিক/হেমন্তকাল।