=====২৩শে ডিসেম্বর

জীবন কি এমনি?
সুখ, দুখ দ্রোহের প্রত্যয় গীত দ্রোহের বিদ্রোহ
সমান তালে চলে;
জীবন যাপনের ক্ষয়ীঞ্চু কাল।
আঁধার ঘন তন্দ্রা ঘোর চেতন বসবে সমুদ্র সঙ্গোপনে
জাগ্রত নির্ণয় জীবন কাল মেপে সদাচারনে;
গ্রহন লাগা আত্মিকরনে শোভিত জীবন উঠে উল্লাসে।

সে কিসে উল্লাস?
এই ক্ষণস্থায়ী জীবনের আত্মীকরণ লাগি?
থেমে যাও, ভুলে যাও, সুখ-স্বপ্ন বিলাসিতা।
আরে অচ্ছুত পথিক, জীবন তো সচল বাসনার উর্দ্ধে;
তাকে ত্যাগ করো, ছুঁড়ে দাও স্তব্ধ আঁধারে;
খুঁজো না আর! বাসনা বিলাপ,মোহ দর্প,
ঢেকে রাখ আস্তরণের স্তূপে।

জীবন কি এমনি?
সুখ, দুখ, দ্রোহের প্রত্যয় গীত;
যা, ধ্বনির উত্তরণে বাজতে বাজতে
মিয়্রমান প্রত্যয়ে নিঃশেষ হয়।

আজ ৭ মাঘ ১৪৩১