_______প্রিয় অতীত, বিলি কেটে যায় হাওয়ায়
চোখের সমুখে পুড়ে না
শূন্য বায়ু আধারে পুড়ে; পুড়ে নিত্য লোকচক্ষুর আড়ালে
তুমি বুঝবে এবার বুঝবে
অন্তর পোড়ার দহন।
সে দিন হেলায়
ফেলেছিলে যে ফুল তা লজ্জাবতী কুড়িয়ে আঁকড়ে ধরে
এখনও চুপসে বাঁচে; ফিরবে না বলে।
মাতাল ঐ অপ্সরী
শূন্য হাওয়ার গহন লাগা আলো আধারে
মুর্চ্ছনায় জেগে থাকে।
কখন আসবে তুমি?
বসবে সৌঢল সুরম্য বারান্দায় যেথায় তোমার
প্রিয় অতীত বিলি কেটে যায় হাওয়ায়
মেঘের আড়ালে ঢাকে।
মনে পড়ে তোমার?
আসন্ন গরমে মেঘ পার্বণ বসে ছিল তোমার উঠানে
সে কি উচ্ছলতা তোমার?
মননে নন্দন সে কি অভিমান? মেঘ ঝরেছিল বলে
সজনে ডালে হাওয়া খেলে না বলে;
সে দিন কুটুম পাখি বসেছিল ডালে
বার বার দেখছিল তোমায়।
এ কি কালের বারান্দায়?
উঁকি দিয়ে যায় পোড়া মায়াবতী অতীত
১৪২৯/জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।