_______করতলে কাশফুল আঁধার
আশ্বিনে কাশফুল তার পাপড়ি উড়িয়ে জানান দেয়
তোমার না ফেরার অভিমান;
অভিমানে কেটে গেল সতের বছর
আঙ্গিকে যতটুকু ছিল ভরন ধরন
বেশ ভারিঙ্কি এসেছে খানিক;
অভিমান মেটানোর বৈশম্য আর নেই
এখন তা সমান্তরাল; যেন সাদা মেঘে মেঘে ভেসে বেড়ায়
কন্দল ভুলে দিগন্তের পাড়ে
নিঃস্চুপ আকুলি বিকুলি মন্ত্র জপে।
সেই যে অভিমানের মন্ত্র জপে, অভিশাপ থাকে খানিক
বাঁকিটা তার কপালেই ভরসা
যে টুকু ভুল তার, তারই অন্যের করতলে আর না রাখি আঙ্গুল
চেতনায় আবার ফিরে আসে অভিমান।
এখন তা, আর যাবর কাটার কাল
সবুজ ঘাসের তন্দ্রায় বেবস সময় কাল
বেদনায় মুর্চ্ছা যায় করতলে কাশফুল আঁধার।
১৪২৮/আশ্বিন/শরৎ কাল।