------মৃত্যু অভিশাপ
জীবন আর স্বপ্ন চরাচরে, মৃত্যু অভিশাপ
কি অপরিসীম ক্ষমতা তার? প্রাণেই যে তার সহ-বসবাস
মৃত্যু অভিশাপ।
স্বপ্ন বৈভব আশা নিরাশা যত সব!
অতীত গুহায় হারিয়ে যায় নিমেষেই
মৃত্যু ক্ষণ, বড়ই বেমানান! মুহূর্তেই সব অতীত হয়ে যায়
স্বপ্ন বাসনা যত খন্ডাংশের জালে গাঁথে
মৃত্যু অভিশাপ।
তাকে ফিরাইবে কে? এমন সাধ্য কার?
প্রাণে প্রাণ সংহার! যে করেছে সৃষ্টি মহান তারই কারুকাজ
এমনি শতকোটি অতীত দাঁড়িয়ে সমুখে
তারেই রেখেছে গেঁথে রঙ্গিন সুতোয়! জল টলমল ঘ্রাণে
মৃত্যু অভিশাপ।
ক্ষণ বদলেই ফিরে না সে;
হারিয়ে যায় তারই প্রকৃতি ছেড়ে, মায়া মমতা সব অভিমানে
কি যাতনায় ভুলে সে এমন কোলাহলে?
পৃথিবীর এদিক ওদিক উপর নিচ খুঁজিও না মিলে
মৃত্যু অভিশাপ।
১৪২৬/ ভাদ্র/ শরতকাল।