-------কাঁদো কাঁদো মেঘে শ্রাবণ জোছনা
তুমি কুড়িয়েছ কি কখনো?
শ্রাবণের জলে মাখামাখি জোছনা;
কাদা জলে,
চিকচিকে মৌনতার রহস্যে ডুবেছিলে কি কখনো?
থাকো নি তো!
অথচ দ্যাখো,
কত কাল ধরে ডুবছি বারবনিতার জোছনা রোমন্থনে?
জেগে উঠেছি ডুব সাঁতারে
শ্রাবণের কাঁদো কাঁদো জোছনায়
অমানিশার তন্দ্রায় তোমাকে খুঁজেছি
জল ডুবা মাতাল করা এমন শ্রাবণে।
উন্মুখ শ্রাবণ মাখা জোছনা
গভীর হতে গভীরতর গহন লাগা দ্রোহে
মর্ম বেদনায় তোমার বিরহ আঁকে; প্রহর গুনে গুনে
ঘড়ির টিক টিক মূর্তলোকে
রাত ফুরাবার কালে জলে মাখা জোছনা ধীর পায়ে চলে
মৌনতা ভুলে নিমগ্নতায় মিলিয়ে যায়
মিইয়ে যায়, অতলান্তিকের পথে
তুমি আসবে বলে!
শ্রাবণ মাখা জোছনা ফিরে আসে।
১৪২৬/ শ্রাবণ/ বর্ষাকাল।