-তারে চাহিতে

তারে চাহিতে, জনম গেল ঘোর মাঝে
তারে চাহিতে, চক্ষুষ্মান দিশায় যাতনা মিলিয়ে যায়
শত দহনেও জলের ছিটায় যেন স্বস্থি বিলায়
তারই প্রহরায় ছায়া যেন পথের আঙ্গিনায় বিছায়।

কি অবিরাম স্বস্থি! প্রকৃতি খেলায়
স্বচ্ছ হাওয়া দলে দলে খিল খিলিয়ে যায়
মন ভরা যাতনা লয়ে এ কি আশ্বাস বিলায়?
তারে চাহিতে উন্মুখ দেহ মন পথ চেয়ে রয়।

যেমন পথ চলে বায়ু ভূতলের রন্ধ্রে রন্ধ্রে এদিক ওদিক
এঁকে বেঁকে ছুটাছুটি করে করে; কি চাই তার?
এমনি কালে কালে সদল বলে!
তারে চাহিতে চাহিতে বেলা ঢলে পরে।


====মন যাতনা পোড়া মন

মন যাতনা পোড়া মন। দুঃখ সিঁথানে নিত্য প্রদ্বীপ জ্বলে। কি রুপ হেরেছে মন? ভুলেতি না পারে সারা জনম। পলে পলে জলছবি ভাসে। স্বচ্ছ জলে চান্দের আভরণ। করেছে হরণ। আদি অন্ত খুঁজে ফিরে। নাহি মিলে সমুখ পানে। এমন যাতনা। মন বাঁচে কি সে? স্ফটিক দানা। কষ্ট বুদ বুদ। যাপিত কাল বিছায়। এমন মর্মঘোর। কে বা বাঁচিতে সয়ে।


====সুখ সহাস্যে

ঈশক বিনে প্রাণ না বাঁচে
ধরিতে তারে সূবর্ণ কোলাহলে
আঁখি পাতে নন্দন রুপ তারা করে
ধরিতে তারে সুখ যৌবন নেচে উঠে
চেতনা এ কোন খেলা খেলে?

এ কি বন্ধন? কি সে এমন টান?
তারে কি বলে মন প্রাণ? তৃঞ্চা জাগানিয়া
লোভ লালশা জেগে উঠে তরাসে
মোহ প্রেমের নাটাই ধরে টানে; সুখ সহাস্যে
মায়া যেই বাঁধন আঁটে
ছিঁড়ে গেলে সুতা বিরহে পুড়ে
ঈশক নামের বুদ বুদ উঠে।

১৪২৫/জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।