-এইতো যাওয়া আসা
দিন যায় দিন আসে
রাত যায় রাত ফিরে
একই চক্রবুহ্নে স্বপ্নযোগ প্রতাপ
কুড়িয়ে কুড়িয়ে;
গুহা ভাঙে কালের পরতে থাকা
যত বিহব্বল কত কথা?
সেই তো গড়িয়ে গেল
সবুজ পাতায় মোড়ক ধরেছে
আজন্ম নিত্য ফুরাবে বলে
তাই তো নিত্য ক্ষয়ে যায়
নিত্য বয়ে যায়; চুঁইয়ে চুঁইয়ে পরে
ঝরনা জল বির্নিমাণে।
এইতো যাওয়া আসা
নিত্য নতুন রুপে পুরানো পরিহারে
কিন্তু স্বপ্ন গচ্ছিত বারতা; আধ খোলা যাতনার ভৈরবী
কি রুপে তারই বা বসবাস?
১৪২৫/ বৈশাখ/ গ্রীস্মকাল।