______পথে যাই হেঁটে একা বর্ণহীন


কেউ কেউ চলে গেছে
না ফেরার দেশে। কেউ কেউ যাবে
কেউ কেউ অপেক্ষায় আছে যাবে বলে সেই পথে
জানে না সে তো;
নতুন পথের দিশা। কারে শুধায় কেউ বলিবে না?  কোন কথা
ইশারায়, দেখা ছিল যত সামান্য; তাও ভুলে গেছে দ্রোহে
দ্রোহ ছিল জনম ভর সাথে
কথা কাজের শর্ত লয়ে।

সময় আস্তিনে বসে ছিল কাক
নির্বাক প্রহর গুনে পাখা মেলে উড়ে গেল; শীতের মাঘে
কেউ কেউ চলে যাবে। না ফেরার দেশে
আমার পথে আমি একা; একা চলি বর্ণহীন
কথা কঙ্কালের আগাছা মাড়িয়ে ধুঁ ধুঁ আঁধারে
পথে যাই হেঁটে একা বর্ণহীন।

কেউ কেউ চলে গেছে
কেউ কেউ যাবে; যাওয়া আসার পথিকের পথে
বিনা সম্বলে পথিক চলে দল বেঁধে।

১৪২৮/ফাল্গুন/বসন্তকাল।