---রঙধনু মরীচিকা


ডেকো না আর পিছু ডেকো না
দেখতে দেখতে পথের নিশানা,
ধুলা ঝড়ে যায় উড়ে; কদাচিৎ চিহ্ন আঁকে
মাড়িয়ে যাওয়া সবুজ ঘাসের পরে
আধেক হলুদাভ মুর্চ্ছা যাওয়া তার শরীর।

বাতাস ডেকে কয় ও গো স্বপ্নচারী
কত আর রইবে পড়ে পথের ধারে,
আমার মতো করে সঙ সাজো; রঙধনু মরীচিকা
তবেই পাবে ভালোবাসা অঙ্গন জুড়ে
সপ্তর্ষি প্রেম বুকে কাঁদে জলে ভেসে।

পিছনে তো অতীত রয় হেসে
যেন বার বার তারে ডাকে কেঁদে
যে ব্যথা বুঝবে না কখনো; অন্দর মহল জুড়ে
সে তো পড়াবে নিত্য গেয়ে
আধেক বোলে বুক পাঁজরে সয়ে।


১৪২৫/ আশ্বিন/ শরৎ কাল।