====রং ছিটিয়ে বাঁচে
পথের ধারে এঁকে বেঁকে
যত্রতত্র হেসে উঠে
সবুজ ডগায় নীল ফুল
নাম যে তার অজানা!
যত্ন আত্তির ধার ধারে না
প্রকৃতির ঐ পেলব ছুঁয়ে
অভিমানে ঘোমটা আঁটে
ঝরে পরে নিমগ্নতায়।
আবার কতক,
প্রকৃতির কিনার ধরে
তবুও তো,
রং ছিটিয়ে বাঁচে।
তাই তো আবার গেয়ে উঠে
যত্রতত্র আঁকি বুকি,হেতায় সেথায় স্বপ্ন গাঁথা।
আজ ১২ জ্যৈষ্ঠ ১৪৩১