______রং মিছিল
দিনের আলোয় ডুবে থাকে রাত, রাতের জোছনা
কত শত কোটি নক্ষত্র মেলা?
যেন ঘুমিয়ে রয়, না কি? চোখের ভ্রম
আর্শি র পিছনে আর চোখ যায় না যে।
করতলে গুটি রেখে জানান দেয় সংখ্যা
আষাঢ়ে পোয়াতী মেঘের ভাঙ্গন
ঝর ঝর ধারায়; ফোটা ফোটার রং মিছিল।
তন্দ্রায় বেপরোয়া
স্বজন ক্ষেপ ভেসে যায় ভেসে যায়
বৃষ্টি লুকিয়ে ছিল মেঘের মধ্যে; বাতাস ঘন দ্রোহের
বেড়িয়ে আসে কত কত কালের ছোয়া?
অভিমানে নেতিয়ে পরার মতো
তুমি সেদিন রং মিছিলে; সে কি সহস্র শ্লোগান?
মর্মে মর্মে ভালোবাসার স্ফুরণ।
দিনের মাঝে রাতের লুকানোর মতো
তুমি ভালোবাসার রং মিছিল নিয়ে রয়ে গেল আজও
শত নক্ষত্র মাঝে ডুবে।
১৪২৯/আষাঢ়/ বর্ষাকাল।