---------মেঘের কঙ্কালে তুমি
   <>
মেঘের কঙ্কালে তুমি
যুগপৎ তার শরীর যাপনে
অভিমান তোমার; মেঘের জলরন্ধ্রে বৃষ্টির ফোটা
ঝর ঝর বিরামবিহীন প্রপাত দ্রোহে
কখন যে হয়ে উঠে স্পর্শিনী অনুভূতির অনুরণন;
যাতনার স্পর্শ ছুঁয়ে
এক অনিন্দ্য সুখ অনুভূতির শিহরণ।
   <>
মেঘে বহমান জলরন্ধ্রে তোমার বিরহী কারুকার্য
যাতনা ভুলিবার তালে; রয়ে গেলে অতলে
স্পর্শহীন মহিমার ওপারে।
   <>
ছুঁতে বড়ই সাদ জাগে
ছুটে যাই তাই শঙ্খচিলের পিছে
তোমার বহমান মেঘ পেতে
শ্রাবণে এলে ভরা আকাশ জুড়ে
কত কত বাহানার অন্তরালে?
সুবোধ স্পর্শিনী আরম্ভর শরীর জাগানিয়া
শঙ্খচিল সমেত ভিজিয়ে দিয়ে পথে
এ কি লাবণ্য মনোহরা দর্পে?
ছুঁয়ে পালিয়ে গেলে নিঃস্ব হয়ে;
অবনির পরে যত অভিশাপ জঁপে।

১৪২৬/আষাঢ়/ বর্ষাকাল।