-------মেঘের জল কণা
<>
মেঘের জল কণা
তুমি, দৃশ্যমান বৃষ্টির কায়া
জলজ অপসরি;
রিম ঝিম রিম ঝিম নিঃশেষ হতে হতে
হারিয়ে যাওয়া; মেঘের ঘঙ্ঘুর বাজে
ফুরিয়ে যাওয়ার খেলায়
অনামি, তুমি।
<>
দ্রোহ বিদ্রোহের মেঘে মেঘে
অশান্ত কান্না গর্জন; তোমারই নিবিড় ক্ষণজুড়ে
অপেক্ষায় বসে ছিল যতটুকু জল
বিরহ ছুঁয়ে রয়, যা'যাবর বেলা
শুধু খসে পড়ে
জলমুখো অভিমানে।
<>
বার বার ছুঁয়ে দেখেছো দ্রোহ নিবাস
মেঘ বালিকার মতো
কি সে যে অভিমান তোমার? তবুও ফিরলে না আর;
অনামি, তুমি।
মেঘের জল কণা; বড়ই যাতনার
১৪২৬/ আষাঢ়/বর্ষাকাল।