_____খড়ি মাটির বেলোয়ারি


তোমাকে পাওয়া হলো কই?
ঘোর কাটতে কাটতে বেলা ঢলে সারা, ঘোর অমানিশা
চন্দ্র বিভাস যখন তোমাকেই আঁকে
শূন্যতায় ধরে বিলাপ তোমারই
খড়ি মাটির বেলোয়ারি।

হরিদাসির পথে নাঙা পথিক
বে ভুলা বিরহ কালে কালে, কালের গায়ে এ কোন চিত্র আঁকে?
সেথায় পথের পরে কত ফড়িং ডানা মেলে
তোমার যাতনা কত ঐ পথের বাঁকে বাঁকে?

এখন তা যাতনা চির সুখ; যেন প্রাণের বান্ধব সজ্জন
বিকার নেই, দ্রোহ নেই, নেই অভিমান!
এখন শুধু বিমর্ষ যাপন আত্মস্থ সমীপে
স্মৃতির আটপৌরে ঘর;
টাঙ্গিয়ে দিঘল দিঘল দেয়াল চিত্র।

১৪২৬/মাঘ/শীত কাল।