আষাঢ়ে নগর উর্বশী


এখন কেন জানি?
সব কিছুতেই নিবির চুপচাপ
কেউ যেন সারায় জাগে না?
ডুবে থাকে যেন সবাই একা একা
নৈবদ্যের অপেক্ষায়;
কেউ আর বসে থাকে না?
সময় যেন মুষ্ঠিগত
করতলে নিয়ন আলো শুধুই
একা একাকিত্তের বাসনায় ডুবে রয়
এ যে নগর সভ্যতার উম্মাতাল।

বর্ষায় যখন ভিজে সারা ব্যঙের ছাতা
উম্মাতালে ভিজে ইট, সুরকি, দালান
বিন্দু বিন্দু স্ফটিক জলে
সানগ্লাস ভিজে নগর উর্বশীর।

নাঙা ধসূর কাক বড়ই উচাটন
আজ মেঘ জলে ভিজে;
কবিতা আওড়ায় ঠোঁটে ঠোঁটে

১৪২৫/ আষাঢ়/বর্ষাকাল।