______ছায়া বৃত্ত
এসো আজ
তুমি আমি, সময় ক্ষণের লেজ ধরে টেনে ধরি
আস্ত বোধের চিরল পাতায়; ছায়া বৃত্তে
পুতুল নাচের খেলায় মাতি!
ছায়া বৃত্ত
বাঁধব আজ সময় ক্ষণের হাওয়া
যেথায় যাক বয়ে যাক! নিত্য নতুন খেলা
সেই খেলাতে আমি তুমি অভিমান যত কষ্ট ভুলে
নতুন করে প্রেমে পড়ি।
সাঁঝ বিকাল
লম্বা ছায়া দিনমান জুড়ে জাগ্রত সুষমা
কত কাল মর্তলোক ধরে? প্রেম সুধার মালা গাঁথে
অবেলা কে আজ মুঠোয় ভরি
সন্তর্পণে দু'জন লুকিয়ে লুকিয়ে।
এসো আজ
অতীত কালের স্বপ্ন ভাঁজে, কত কথা যে রইল পড়ে
এবার সময় বেঁধে সেই টুকরা কথা খুঁজি!
তুমি আমির স্বপ্ন মিলে
সময় বেঁধে অতীত কুড়াই।
=====কবিতার কঙ্কালে ভালোবাসা বাঁধি
কই চেয়ে নিলে না তো?
যাতনা কত শত?
যা নিলে গপনে সবটুকু! আকাশ বাতাস জানে না কেউ
আকাশ বাতাস নক্ষত্র প্রাণ;
জানে না কেউ আস্ত অভিমান।
কেন তবে বুকের ক্ষতে রক্ত ঝরে?
ম্রিয়মাণ ভাবনার খাঁজে
সেথায় কেন সব লুকিয়ে রয়! শুকতারা কি খুঁজে তারে?
কালের ক্ষণে বিস্তর পথে;
হেঁটে গেলে তুমি, বিষন্ন ছায়া ফেলে।
সেই তো হারিয়ে গেলে
অজানারে বিপন্ন করে;
মোহ জালের সিঁধ ভেঙ্গছো কি? ঘোর জলে ডুব সাঁতার
আঁধিয়ার পথে তুমি আমি এসো
কবিতার কঙ্কালে ভালোবাসা বাঁধি।
১৪২৬/ মাঘ/ শীতকাল।