_____শৈশব মহাকাল
কত পথের নিশানা জানা পথিকের?
সরল বাঁকা, মোর ঘুরে উত্তর দিকে
আবার দক্ষিণ মুখ করে পশ্চিম দিকে
যেতে যেতে বাক ঘুরে দক্ষিণে ফেরা।
পথিক পথে চলতে বেশ লাগে, যেন মজ্জা গত
সব চেনা আমারও; বার বার আধার রাতে ফিরে আসা
যেন অভ্যাসে দাঁড়িয়েছে।
তবুও কত কাল ঐ পথে হয় না হাঁটা?
তোমার অযাচিত অপেক্ষার প্রহর গুলোর মতো
বেশ রোমাঞ্চকর ছিলও বটে।
তুমি আমি তবুও ঐ পথিকের পথেই হাঁটছি দ্যাখো
ধ্রুপদী বুনো প্র-পিতামহের বেড়ে উঠা শিরদাঁড়ায়
আঙিনার আঁচলে সেকে ধরে দ্যাখো;
শৈশব মহাকাল।
১৪২৭/অগ্রহায়ণ/ হেমন্তকাল।