সোনালী বোতাম
তোমার খসে পড়া সোনালী বোতাম
এখনো ঝুলে রয় আকাশ পাড়ে
চড়ুই খুনসুঁটির মতো কার্নিশে।
আকাশের রং বদলায়;
দলে দলে মেঘেদের ভাঁজে ভাঁজে
হাওয়ার শ্পর্শে দুলে দুলে দোলে
ঐ সেই সোনালী বোতাম তোমার।
উঠানে তোমার
ঝরা সজনে পাতার আহল্লাদে
কত বিরহ মরিচীকায় হাসে?
উদভ্রান্তের মতো যদি ফিরে আসো তুমি!
অপেক্ষার পাহারায় আজও
তোমার সেই সোনালী বোতাম।
তোমার সেই হারিয়ে যাওয়া
সোনালী বোতাম; এখন শঙ্খচিলে ঠোঁটে
মেঘেদের চাতালে ঘুরে বেড়ায়
আকাশ নীলের শূন্য প্রহরে,,,,,,,
১৪২৪/২৯ চৈত্র/বসন্তকাল।