______মন পোড়া
কত যে মনে পড়ে?
কৈশোরে ফিরবার, আমন্ত্রণ যুগপৎ ভাটির কালে
উজানে হাঁটবার তাড়না; অবেলায় হারালো বুঝি
ঋতু বদলের পার্বণ ছোটায়।
যেতে দাও,
বার বার ফিরে আসি
তারই মোহনায়।
শত প্রবঞ্চনায় কৈশোর ভুলায় না
ভুলায় যৌবন!
আঙ্গিক পথের বাঁকে বাঁকে ঘুরে ঘুরে আঁকে
সুবর্ণ কালের গায়ে
ও বেলা।
খতিয়ানে সোদা মাটির গন্ধ
কালশিটে দাগ;
কত বছর হবে বলো তো?
এই তো সেই দিন, ঝকঝকে স্বপ্ন আজও তাজা
খোলসে মাছের মতো তড়পায় ডাঙ্গায়।
মন পোড়া
সময় পুড়ে ছাই। কালের আসমান জুড়ে
রোশনাই; হাওয়ায় হাওয়ায় মাগে,,
১৪২৭/ আষাঢ়/২২