----------বিরহে পুড়ে শূন্য নীলে

তোমার প্রেম সইলো না
পদ্ম পাতায় জলের মতো গড়িয়ে গড়িয়ে মেইয়ে গেল
রেখে গেল কস্তুরী ঘ্রাণ;
সেই ঘ্রাণের মোহজাল খুঁজতে খুঁজতে
যাপিত কাল নক্ষত্র পৃষ্ঠে।

শূন্য নীলে তুমি না কি ছিলে?
অধরা ভেজা কেশ বিন্নাশে ধ্রুবদীর বিদ্রূপ বেশে
কোলাহলে যতই জানুক তোমায় প্রেম নৈবেদ্য;
শারদ প্রহেলিকা কাশফুল সনে
যে আমুদে বৃষ্টি নিয়ে এলে!ধম্রজালে হোমানলে।

তুমি তোমার প্রেম,
চটুল বসন্ত আগুন
লেগেছে দেহে যার, মেশক অম্বরে পুড়ে অঙ্গার
পালিয়ে পালিয়ে ফিরে,
যখন গৃহদ্বার বন্ধ খিলে
তোমার প্রেম সইল না যে, বিরহে পুড়ে শূন্য নীলে।

১৪২৬/আশ্বিন/শরৎকাল।