=======নীলের পরশ

সুদূর পিপাসার আঙ্গিক খসে পরে
ঘুণে খেয়েছে সময়, বোধের মগ্নতায় টের পায়
মধ্যগগন পাড়ে আকাশ যখন নীলের
স্পর্শ ছুঁয়ে কাঁদে।

মহাশুণ্যর বিপন্ন মাদকতায়
সব কিছু যে তুচ্ছ, অতীব তুচ্ছ!
প্রকৃতির সোপান জুড়ে।
দুহাতে আগলে রাখতে চায় প্রাণপণে
ধরে রাখা যে বিস্ময় অপার! কি করে ধরবে!
ছুঁতে আপ্রাণ মনের বাসনা, অনামা আশায় বেঁচে রয়
গ্রহণ লাগা আবেশ।

জেলপেনের কালি ফুরাইবার নেশায় পেয়ে বসে
পাতার পর পাতা লিখে, শুধু নীলের স্পর্শ সুখ
অনুভবের আত্ম তাড়িত হয়ে।

নীলের পরশ, দেখা যায় না, ছোঁয়া হয় না জীবনভর
অমিয় সিঁথানে প্রত্যাবর্তন ঘুমের
নির্জীব স্বপ্নবোনার কামনা খসে পরে নিত্য।

আজ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১