---শূন্য বয়ে ধাও


বয়ে যায় দিন, সদা নন্দ পুরাণ
কালে কালে, কাঁধে দিয়ে ভর
পরতে পরতে ঠাসা, সুপ্ত কোলাহলে
যে দিকে চাও দূর বহু দূর, শূন্য বয়ে ধাও

ধেয়ে যায় নতুন পুরাতন বুনে
কত কথার মর্মাথ্য শূন্যতেই মিলায়?
আধেক চাও কদাচিৎ নতুন রূপে যা!
তাও আবার পুরাতন বুনে
রং লাগিয়ে সুললিত প্রেম রূপের নেশায় ছুটে
সেই রূপে মগ্ন সতত শুদ্ধ প্রেম যাচে
প্রেম সে তো স্বর্ণ মরীচিকা হারিয়ে যায় মিছে

প্রেম না কি বুক পাঁজরে?
নিত্য রঙ্গ রসে জীবন সঁপে
সেই নেশার ঘ্রাণে
বাঁচে নিত্য‌ মায়ার টানে।



১৪২৫/ শরতকাল/ আশ্বিন