রক্তখনি
মাটিতে এখন,
সোঁদা মাটির গন্ধ উবে গেছে!
ধুলো জুড়ে মাটির শরীরে খুন আর বারুদের মিশেল;
রক্ত ঝরে নিত্য কোলাহলে হন্তারক! গুলির বৃষ্টি ঝরে আচমকা আচমকা
তটস্থ হতে হতে মৃত্যু দূত পালিয়ে বেড়ায়
কদাচতি মৌসুমী উপশম স্থুতি বুনে ঘোর আঁধারে।
প্রত্যহ এ কি মৃত্যু যাপন?
হৃদয় ক্ষতে রক্ত ঝরে দর দর করে
যেন বইছে ঝরনা; কূল কূল করে গিরি ধার বেয়ে বেয়ে; রক্তখনি
মানুষের শরীরের সব রক্ত এখন ঐ মৃত্তিকা জলায়
সেই রক্ত খাঁজ চুঁইয়ে চুঁইয়ে পরে জীবন বোধি!
মৃত্যুবোধি সব ছক আঁকা জীবন সাজায়
মানুষ মানুষের এই পৃথিবীতে
এখানে কেউ নেই? জানবার দেখবার!
শুধু একটু উঃহু আস্ফলন করে
আবার জীবনে ফিরে আসা।
১৪২৫/ ৩ জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।