_____রক্তক্ষরণে ক্ষত
কেন যে এমন হয়?
বৃষ্টির আড়ালে বায়ু খেলে যায়
মেঘে মেঘে দ্বন্দ্ব ভারি; তবুও দূরে দূরে ভেসে যায়
সে কি মায়ায়?
দূরে যেতে যেতে
মর্মমূলে হানে
অভিমান।
সে তো ফিরে না আর এদিক ওদিক পথ খুঁজে
হারিয়ে যায় নির্লিপ্ততায়।
আমরি মতো নীলকাশ তলে
কোথায় যাই? কই আছি?
বি- ভ্রুমে;
তন্দ্রা ঘোর।
সোনালী আলো ফিরবে বলে
সন্ধ্যায় মেঘ লালিমায় ক্ষয়ে যায়, সয়ে য়ায়
রক্তক্ষরণে ক্ষত।
আজ ২ চৈত্র ১৪২৯