_____নিক্তির শলাকায় উদ্ভট মাপন ছক
নিক্তির শলাকায়
এখন এক উদ্ভট মাপন ছক;
ছলচাতুরি বৈভব
দুই একে দুই! এখন তা হয় তিন অথবা পাঁচ
বেজোড় ঘরে চতুরতার শিখা জ্বলে।
মিথ্যার ছলাকলায়
বসন্ত বায়ু আজ বেজায় উর্বর!
কবিতার কঙ্কালে কবি আজ বিমর্ষ
বেদনায় ডুবে; আত্মহনন
প্রস্তাবনার ছক আঁকে।
সেই ছকে, এখন পেঁচার ছানা'রা
দিচ্ছে উঁকি; কত গহনে ডুবে যায়?
আমৃত্যু লজ্জার অহমিকা
ভাসে নিলজ্জ স্বপ্ন।
১৪২৬/ বসন্তকাল/ ফাল্গুন।