=====বৈশাখ ১৪৩১
বৈশাখের ঐ মেঘ পুঞ্জ
লুকিয়ে রইল কই
মেঘ গুড় গুড় ঈশান কোনে
ধোঁয়ার কুন্ডুলী ঐ
তাপ প্রবাহে রৌদ্র প্রতাপ
মরীচিকার ঝিকিমিকি।
রৌদ্র তাপে পথিক হাঁটে
ধুলোর মহা রণে
নতুন পাতার বন বিহারে
কুহু ডাকে কোকিল কয়!
বন বাতাসীর স্বপ্নগুলো প্রজাপতি হয়।
বনো ফুলের হর্ষ মুখ
রৌদ্র হাওয়ায় কাঁপে
কাঠ বিড়ালী লেজ উচিয়ে
বন বাদারে ঘুরে।
আজ ১৬ বৈশাখ ১৪৩১