--------মেঘ মল্লার দিন শেষে
মেঘ মল্লার দিন শেষে
শ্রাবণ গেল কেঁদে, বানের জলে নতুন পাতায়
শাপলা শালুক উঠছে দ্যাখো ভেসে।
বানের জল থুম ধরেছে
বর্ষা বলে যাই যাই, ছুটে বেড়ায় জলমাকড়ষা
পা ভিজে না জলে।
বানের জলে সবুজ শেওলা
বন সাজিয়ে সারা, সেথায় যত মাছের পোনারা
দল বেঁধে ঘুরে দিশে হারা।
পোনা মাছেরা নতুন জলে
পড়েছে রঙিন শাড়ী, পাহারা দিয়ে মা মাছেরা
বেড়ায় ঘুরে, এ বাড়ি ও বাড়ি।
মাছরাঙা কঞ্চির ডালে
মাছ ধেয়ানে বসে, কানি বক পদ্ম পাতায়
চুপটি করে জলে চেয়ে থাকে।
এবার ঝাপ দিয়েছে মাছরাঙা
ঠোঁটে রাঙা শাড়ী পড়া পুঁটি, কানি বক ঠোঁট ভিজিয়ে
ধরেছে ফুলকা সমেত ব্যাঙ্গাচি।
১৪২৬/ শ্রাবণের শেষ দিন/বর্ষাকাল।