=====প্রশ্ন আঁকে মনে মনে
তাল গাছটার ঐ মাথার উপর
কত নীলে ভরা আকাশটা!
ছুঁতে পারলে দেখত ছুঁয়ে
ঐ আকাশ টা যে কত দূর!
মেঘের পর মেঘ সাজা ঐ
আকাশ নীলের মাঝে
দূর দিগন্তে ভেসে থাকে ঐ
কোন সে মাটির কোলে!
মেঘ পালাল মেঘ পালাল
মেঘ, বৃষ্টি ঝরে ভিজিয়ে দিল।
কাকতাড়ুয়া হাওয়ায় খেলে
ঘাস ফড়িং উড়ে ঝাঁকে ঝাঁকে।
ভুতু করে ইটিস পিটিস
কোথাও উত্তর পায় না খুঁজে!
পথিক সনে হেঁটে হেঁটে
ঘুরবে ভুতু দেশ হতে দেশান্তরে।
আজ ২০ জ্যৈষ্ঠ ১৪৩১