আর কত হত্যার পর! পৃথিবী কাঁদবে অঝরে
আর কত হত্যার পর
পৃথিবী কাঁদবে অঝরে।
পুঁজির দম্ভ স্ব-গৌরবের
মানুষ হত্যা সে তো উল্লাসের,
রক্ত কফিনে বার বার মানবতা কেঁদে ফিরে
হত্যা সে তো তুচ্ছ অতি
ঘৃণার দম্ভ রচে।।
আর কত হত্যার পর! পৃথিবী কাঁদবে অঝরে
প্রাণ তার অধিকার নিয়ে বাঁচে
কার সাধ্য তারে হত্যা করে!
তবুও তো হত্যার পর হত্যা
জীবন সংহার নিত্য, কত কিছু করা প্রাণ কেরে নিতে
নিত্য নতুন অস্ত্র আবিষ্কারে মাতে। তবুও হত্যা
হয় হউক প্রজন্ম ধ্বংস, নিঃস্ব
ক্ষয়ে যাক মানব কুল, খসে পরুক সব
ধ্বংসের নিমিত্তে ধ্বংস!
মানব নির্বংশ হউক হত্যার মহড়ায়
আর কত হত্যার পর! পৃথিবী কাঁদবে অঝরে
আজ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১