========সন্ধ্যা মায়ার আঁচল
প্রকৃতির আঁচল খোলা নীল আকাশ, বৈরি বাতাস, মৃদু হাওয়া;
চঞ্চল মেঘ বালিকা উড়ে উড়ে ঘুরে। চন্দনার এক ঝাঁক উড়ে নীলের মায়া আঁকে। আচমা দমকা হাওয়া, চঞ্চল বৈরী কালো মেঘের গর্জন ঈশান কোনে। রৌদ্র খরায় লুকায়। আসমান জমিনের কিয়াদাংশ আন্ধারে ঢাকে। দিন মান অবসানে, নৈতিকতা বিরাম। সাঁঝ নামে বায়ুর চঞ্চল গোলোযোগে; সন্ধ্যা রাণী এবার বিমর্ষ। মেঘেদের ঘন প্রহর দহন, জটলা বাঁধে এদিক ওদিন চাঁপা মেঘের গর্জন; দিগন্ত ফুরে আলো ঠিকরে বেড় হয়। উনুন চালে ধোঁয়া, বাঁশ ঝাড়ে পাখিদের কৈলাস। কল তলায় জলের ছোঁয়ায় মেঘ বালিকা কান্নায় বিলীন হয়, সাঁঝ আঁধারে।
সন্ধ্যা মায়ার আঁচল, ভিজে বৃষ্টি মাখা সিক্ততায়। মেঘ মেইয়ে আন্ধার আকাশ;
ছিটেফোঁটা তারা জ্বলে আকাশ কূলে। সুদূর আসমান জুড়ে তারকা পুঞ্জ লুকোচুরি খেলে।
রাত গভীরে জোছনা সিঁথানে বিলি কাটে।
আজ ২৩ আশ্বিন ১৪৩১