-নিত্য পথে চলা চলে
পথিক আমারে সাথে লও
পথ হেঁটে হেঁটে তোমার লবঙ্গ পথের
নিশানায়; তোমার পিছু পিছু সঙ্গসুধায় বাঁধো
যদি এই ভৃত্তরে পান করাও!
তোমার পথের নন্দন সুধা
যে সুধায় কত কত জন পাইছে রুপের সেপা?
সেই তো রুপরসে; পুড়েছে কেউ কেউ
পথিক তোমার জানা।
কোন কালে কোন পথ নন্দিত রসে মজে?
পথিক সে তো নক্ষত্র গুনে খুঁজেছে যুগে যুগে!
কোথায় আমার সাঁঝের অপাড়ের সাঁই?
আলো বিলিয়ে বিলিয়ে, নিত্য পথে চলা চলে।
কালের পথে চলেছে পথ নন্দন তরী বাওয়া
সেই তরনীতে নিবে সাঁই! মুক্তির আগল খোলা
জীবন পথে পথিক হাঁটে জন্মাবোধির চলা
সেই পথেই তাই পথিক মজে মৃত্যুবোধী খেলা।
===নীল শুন্য ভূমে
নীল শুন্য ভূমে
রাশি রাশি নক্ষত্র মেলা; কোন পথে যে লোভ লালসা?
কোন পথে যে প্রেম দিশা?
শুভ মতির নিষ্ঠা শেখা।
লোভ লালসায় মতিভ্রুম
কে বা তারে রুখে? আকল যে তার দিশা হারা
সাঁইজীর তরে সুতার নাটাই
জানতে তারে অন্তর জঁপে শুদ্ধ হতে সময় ধর।
ছিঁটে ফোটা সময় কয়?
জীবন সে তো রুপে সাজে! কইতে দেখতে যায় বেলা
রঙ্গরসে জীবন ভরে
কালে কালে শুন্য লয়; সবই মিছে তুচ্ছ ময়।
১৪২৫/ জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।