________যদ্যপি প্রেম নিঃশেষ না হয়
পৌষের ঈর্শায় ধুঁয়াশায চাঁদ বেঁকে বসে
জ্বল জ্বলে তারারা তাকিয়ে রয়
আকাশ পানে; সোদা নির্লিপ্ত আধার রাত।
সবে কালের গুহায় হানা,
ক্ষণে ক্ষণে বিন্দুরা মিলেছে যবে ঝিলিমিলি তারাদের মতো আমলকী বনে
জোনাক জোনাকিরা খেলা করে আঁধার রাতের অবসরে।
তন্দ্রায় জেগে আধো ঘুমের বিরামহীন অপচেষ্টা তোমার মৃত কফিনের মতো স্থবির অনন্ত গ্রহের দিকে ফিরে যাবার সে কি বিলাসী সাধ? পোড়ায়ে পুড়ে পুড়ে প্রেম নিম ফুলের মধু যেন
বিতৃঞ্চনায় পিপাসার অমোঘ স্বাদ ভুলেছে কবে।
কুয়াশার রাতে সিক্ত হাওয়া খেলে যায় বিরামহীন চঞ্চলতায়, ছুঁয়ে ছিল পরশ শীতল
তাহার আদলেই তারই মতো করে মমতায় বিবর্ণ এক মায়া।
আচ্ছন্ন করে আজও হাওয়ার মতো খেলে যায়।
বার বার হাওয়ায় উঞ্চতা ফিরবে বলে, তোমার কথা রাখেনি
যদ্যপি প্রেম নিঃশেষ না হয়।
আজ ২৮ পৌষ ১৪২৯