______সর্ব সহা
তোমার বৃত্তে তুমিই পোস্য
আমার বৃত্তে আমি
আমি তুমির যোজন যোজন ফারাক
রইল পড়ে শুধু মরীচিকার ধ্রুম।
তবু কেন, কেমন যেন সুদূর টান? পাখির পথের নেশার মতো
দূর হতে দূরে উড়ে উড়ে ফের বছর
পাই সেই মৃত্তিকার ঘ্রাণ।
বৃত্তে সেই তুমি স্বকীয় স্বাধীনতায় অভ্যস্ত
না হয় দ্রোহের ক্ষণ পুড়ে; আজন্ম মোহে, মায়ার আচল পেতে
রইলে পড়ে বৃত্তে গহিনে।
সময় কাল এঁটেছে, আবার আটোসাটো বেশ
মায়ার বাধান জুড়েছে বেশ; ঋতুর খাম খেয়ালের মতো
দুঃখবোধের কষ্ট যাপন সুখবোধে স্বপ্ন
তবু কেন বৃত্তে সীমায় ধরে না জং নিত্য নতুন
রং পোড়া আভায়, বিবশ বিভা " সর্ব সহা" ।
১৪২৭/ বসন্তকাল/ ফাল্গুন।