হাওয়া কথন

কার্য্যকলাপে
হাওয়ার বিভিন্ন দিক থাকলেও
বাতাস নামও ঝাক্কাস
লু' বলো শীতল বলো ঝড়ো হাওয়া বেশ
এতো সবে হাওয়ার কাল!

কোন কালে কোন রুপে বাতাস ছিল?
এমনি কি এলো মেলো?
কখনও সুবোধ শান্ত
কখনও দক্ষিণা আবেশ মনকারা
কখনও বিগ্রহ দ্রোহে সব উলোট পালট
পাহারি বাতাস
সাগর হাওয়া; মেঘে তারিয়ে বাতাস
ধান ক্ষেতে বাতাস; ঝড়ো বৃষ্টির হাওয়া
এমনি কত কত হাওয়া খেলা
ভূমন্ডল বায়ুমন্ডল
সব খানে তার বিনির্মাণ চলাচল
প্রাণে চলে প্রাণীতে সদা চলা চল
চলাচলে বাধা পেলে প্রাণী হয় জড়
মৃত্তিকায়ও বাতাস গহন!
এমনি কত হাওয়া কথন

১৪২৫/ জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।