====কৈশোর ভারি দুরন্ত সুন্দর
অতীত কালের কৈশোর কথা, পথিকের
মনে বড়ই ধরে; কেমনে কেমনে যেন
বৃত্তের বাঁধ ছিঁড়ে।
জীবন কি?
কিসে তার প্রাপ্তি পথিক নাহি জানে?
তবুও যে তার বাঁধ ছিঁড়েছে
সময় কালের ম্রিয়মান সুতোর টানে
সুতো ছিঁড়ে আজ খণ্ডিত শত ভাগ;
তবু কেন অতীত ফিরে বার বার।
কৈশোর ভারি দুরন্ত সুন্দর
ভালোবাসায় অপরাহ্ণ মিলায়; তাই তো পথিক
ছিন্ন সুতোয় বিরহের গিঁট বাঁধে।
কতক হারায় পথের ধুলায়!
কতক বাজে মিহি সুরে!
কতক উড়ে যায় নন্দন মেঘ চাতালে!
কতক হৃদয়ে গাঁথে; কতক পথিকের মর্মে বাজে
তার ইন্দ্রিয় ঘ্রাণ টানে।
আজ ৩ কার্তিক ১৪৩১